প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
হাজীগঞ্জে ২ দিনব্যাপী পিঠা উৎসব
হাজীগঞ্জে ২ দিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে শুক্রবার বিকেল থেকে। শনিবার পর্যন্ত এ পিঠা উৎসব চলে। পিঠা উৎসবটি আয়োজন করেন হাজীগঞ্জ ফোরাম নামের একটি সংগঠন। হাজীগঞ্জ বাজারস্থ মকিমউদ্দিন শপিং সেন্টারের ৫তলায় এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।
হাজীগঞ্জ ফোরাম আয়োজিত পিঠা উৎসবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পিঠা উৎসবে ব্যাপক দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়।
দুদিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে। উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ ফোরামের সদস্য সচিব ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ।
উল্লেখ্য, হাজীগঞ্জ ফোরামের আয়োজনে পিঠা উৎসবে হাজীগঞ্জের নারী উদ্যোক্তারা পিঠার বিভিন্ন স্টল নিয়ে পসরা সাজিয়ে বসেন।