শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০০:০০

জহির হাসান ও হাফসা প্যানেল চেয়ারম্যান নির্বাচিত
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেন ইউপি সদস্যরা। প্যানেল চেয়ারম্যান অধ্যাদেশ ২০০৯-এর ৩৩ ধারা অনুযায়ী গত ২৬ অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী নির্বাচন সম্পন্ন করেন ইউপি চেয়ারম্যান এসএম কাউছারুল আলম কামরুল ও ইউপি সচিব গোলাম মোস্তফা শামিম।

এ সময় গোপন ভোটে প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হন মোঃ জহিরুল ইসলাম। এছাড়া প্যানেল চেয়ারম্যান-২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মোঃ হাসান আলী ও মহিলা প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন মোসাঃ হাফসা মরিয়ম। উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ইদ্রিস পাটওয়ারী, মোঃ ফারুক হোসেন লিটন, মোঃ ইউনুস পাটওয়ারী, মোঃ আনোয়ার হোসেন রতন, ইব্রাহিম মৃধা, শাহনাজ আক্তার ও পারভিন বেগম।

ইউপি চেয়ারম্যান এসএম কাউসার উল আলম কামরুল বলেন, স্বচ্ছতার ভিত্তিতে ইউনিয়ন পরিষদ পরিচালনা করে যাচ্ছি ইউপি সদস্যদের নিয়ে আগামী দিনে ও এলাকার উন্নয়নে আরো একধাপ এগিয়ে যাবে আশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়