প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০০:০০
হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে অভিভাবকদের নতুন শিক্ষা কারিকুলাম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দ আহাম্মদ খসরুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম।
অভিভাবক সমাবেশে আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের শিক্ষানুরাগী সদস্য জাকির হোসেন সোহেল, অভিভাবক সদস্য ওমর ফারুক, বিল্লাল হোসেন, মহিবুল হাসান, মোস্তাফিজুর রহমান সুজন, রাবেয়া আক্তারসহ অভিভাবক ও শিক্ষকগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকবর হোসেন।