প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০০:০০
কচুয়ায় নাশকতার অপরাধে জামায়াতের আমির মোঃ শরীফ উল্যাহ (৩৩)কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে আশ্রাফপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আশ্রাফপুর ইউনিয়নের উত্তর চক্রা গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে।
কচুয়া থানার পরিদর্শক (ওসি) মোঃ ইব্রাহীম খলিল জানান, গ্রেফতারকৃত জামায়াত নেতা শরীফ উল্যাহ আশ্রাফপুর ইউনিয়ন জামায়াতের আমির। নাশকতার অপরাধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, কচুয়ায় এ পর্যন্ত বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিএনপির ১১ জন ও জামায়াতের আমিরকে গ্রেফতার করা হয়েছে।