শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০০:০০

পুরাণবাজারে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসারের বিদায় ও বরণ
স্টাফ রিপোর্টার ॥

অগ্রণী ব্যাংক পিএলসি পুরাণবাজার শাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার সফিউল আলমের বিদায় এবং নবাগত শাখা ব্যবস্থাপক মোহাম্মদ নিজাম উল হায়দার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার)-এর আগমন উপলক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে। গত ৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে আয়োজিত বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর অঞ্চলের উপ মহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান তপন কান্তি দাস।

তিনি ব্যাংকের আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা তুলে ধরে বলেন, গ্রাহক সন্তুষ্টিই আমাদের কাম্য। ব্যাংকের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীই কাজের ক্ষেত্রে আন্তরিক। তিনি ব্যাংক কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ভালো অফিসার হতে হলে মেজাজকে শান্ত রাখতে হবে। মনে রাখতে হবে, আমার আচরণে যেনো কোনো গ্রাহক কষ্ট না পান। গ্রাহকদের সুবিধা-অসুবিধাসহ তাদেরকে সেবা দেয়ার জন্যেই আমাকে নিয়োগ দেয়া হয়েছে।

তিনি বলেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক গ্রাহক বিশেষ করে নারী গ্রাহকগণ ব্যাংকের অনেক নিয়ম বা চেক বা ভাউচার লিখতে না পেরে ব্যাংক ম্যানেজার বা কর্মকর্তাদের অনুরোধ করেন তা লিখে দেয়ার জন্য, কিন্তু তাতে অনেকেই অসন্তুষ্ট হন বা লিখে দিতে গড়িমসি করেন। আপনাদের এই অসন্তোষ প্রকাশ করা ঠিক হবে না। একটি চেক যখন কেউ লিখে দিতে বলে, তখন আপনাকে মনে রাখতে হবে, আপনি তার কাছে বিশ্বস্ত বলেই সে আপনাকে লিখে দিতে বলেছে। তাই এক্ষেত্রে আপনারা অপরাগতা প্রকাশ না করে তা করে দিতে চেষ্টা করবেন এবং বিশ্বস্ততার মর্যাদা রক্ষা করবেন।

তিনি গ্রাহকদের উদ্দেশ্য বলেন, অগ্রণী ব্যাংক আপনাদেরই। তাই ব্যাংকের কার্যক্রম এগিয়ে নিতে আপনাদের সহযোগিতা আবশ্যক। তিনি ব্যাংকের অগ্রগতিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের সভাপতি তমাল কুমার ঘোষ পুরাণবাজারের ব্যবসায়িক ঐতিহ্য তুলে ধরে বলেন, দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যবন্দর হিসেবে চাঁদপুরের ব্যবসায়িক সুনাম রয়েছে। আগে এখানে বিভিন্ন মোকামের বেপারী, মহাজনদের ব্যাপক আগমন হতো। আর্থিক লেনদেন হতো প্রচুর। এই লেনদেনের কারণে ব্যাংকগুলোর গুরুত্বও ছিলো অনেক। মেঘনার ভয়াবহ ভাঙ্গনের ফলে যেমনভাবে বসতি কমেছে, তেমনিভাবে কমেছে ব্যবসা প্রতিষ্ঠান। ফলে ব্যাংকিং কার্যক্রমে কিছুটা ভাটা পড়লেও বর্তমানে তা আবার ধীরে ধীরে ফিরে আসতে শুরু করেছে। পূর্বের চেয়ে বর্তমানে পুরাণবাজারে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ব্যাংকের শাখা বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীগণ সেখানেই বেশি লেনদেন করতে আগ্রহী হন, যেখানে অল্প সময়ে সে তার কাঙ্ক্ষিত সেবা পেয়ে থাকেন। আমরা আশা করবো, অগ্রণী ব্যাংক ব্যবসায়ীসহ গ্রাহকদের আশা পূরণে আগ্রহী হবে। তিনি চাঁদপুর চেম্বার ভবনে অগ্রণী ব্যাংক স্থাপনে চাঁদপুর চেম্বারের সহযোগিতার কথাও তুলে ধরেন এবং বিদায়ী শাখা ব্যবস্থাপককে ধন্যবাদ জানান। তিনি নবাগত শাখা ব্যবস্থাপককেও অভিনন্দন জানান এবং তার কর্মদক্ষতার মধ্য দিয়ে গ্রাহকদের আপন করে নিতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি রোটারিয়ান তমাল কুমার ঘোষের সভাপ্রধানে ও অগ্রণী ব্যাংক পিএলসি পুরাণবাজার শাখার গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক এম কে মজিবুর রহমান। আমন্ত্রিত অতিথিদের মাঝে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক চাঁদপুর অঞ্চলের অফিসার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সভাপতি মোঃ হাসান সিদ্দিক, অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ চাঁদপুর অঞ্চলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আমির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ মিয়াজী, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক পরেশ মালাকার, গোপাল চন্দ্র সাহা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের পুরাণবাজার শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠানকে কেন্দ্র করে অগ্রণী ব্যাংক চাঁদপুর অঞ্চলের বিভিন্ন শাখা কর্মকর্তাসহ ব্যবসায়ী নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়