প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০০:০০
বিএনপি ও সমমনা দলের ডাকা আজ থেকে আবার দুইদিনের অবরোধ শুরু হয়েছে। আজ বুধবার ভোর ৬টা থেকে অবরোধ শুরু হয়ে শুক্রবার ভোর ৬টায় ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হবে। গত সোমবার বিএনপি ও সমমনা দলের পক্ষ থেকে পৃথক ঘোষণায় সারা দেশে দুই দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দেয়া হয়। সেই সুবাদে বুধ ও বৃহস্পতিবার এই দুইদিন অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি।
প্রসঙ্গত, এক দফা দাবি আদায়ে বিএনপির মহাসমাবেশে হামলা, নেতা-কর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতা-কর্মীকে গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি দিয়ে আসছে বিএনপি।
এদিকে, দলের মহাসচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকেই কারাগারে থাকায় ৭ নভেম্বর সিপাহী বিপ্লব দিবসের কর্মসূচি স্থগিত করে বিএনপি।