প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে ‘মুজিব একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছে। ৪ নভেম্বর শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের আয়োজনে এবং বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য এম ইসফাক আহসানের অর্থায়নে এ সিনেমাটি প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনিম আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, বিআরডিবি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা, উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, কাউন্সিলর সারোয়ার সরকার লিখন, পিন্টু সাহা প্রমুখ।
জানা যায়, উপজেলা পরিষদ মিলনায়তনে চারটি শো প্রদর্শিত হয়। প্রথম শোতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা -কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের লোকজন অংশ নেন। দ্বিতীয় শোতে স্কুল-কলেজের শিক্ষার্থী, তৃতীয় শোতে শ্রমজীবী সাধারণ জনগণ ও চতুর্থ শোতে নারী দর্শক ও ব্যবসায়ীগণ অংশ নেন।
এম ইসফাক আহসান বলেন, আমি প্রথমে মতলব দক্ষিণ ও উত্তর উপজেলা পরিষদে ‘মুজিব একটি জাতির রূপকার’ সিনেমাটি প্রদর্শনের ব্যবস্থা করেছি। পরবর্তীতে ইউনিয়ন পর্যায়ে প্রদর্শনের ব্যবস্থা করবো।