প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০০:০০
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। ডুমুরিয়া মাদ্রাসার প্রায় ৫৬ ভাগ নারী শিক্ষার্থী রয়েছে। এই মাদ্রাসাকে উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে রূপান্তরিত করা হবে। পাশাপাশি এখানে অচিরেই ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হবে। এ দেশের উন্নয়ন ধরে রাখতে হলে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। আজকের এই নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের উপস্থিতিই প্রমাণ করে আওয়ামী লীগ সরকারের প্রতি আপনাদের আস্থা ও বিশ্বাস রয়েছে। এই আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটাতে হবে ২০২৪ সালের নির্বাচনে নৌকার প্রতীকে ভোট দিয়ে। আবারো আওয়ামী লীগ সরকার গঠনে আপনাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিএনপি-জামায়াত হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করার যে অবৈধ পাঁয়তারা করছে তা কখনো শেখ হাসিনার সরকার সফল করতে দিবে না। তারা জনশূন্য হয়ে বিদেশী প্রভুদের কাছে ধর্ণা দিচ্ছে অবৈধভাবে ক্ষমতা দখলের। আপনারা ঐক্যবদ্ধভাবে অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে তাদেরকে প্রতিহত করতে হবে। তিনি শনিবার বিকেলে উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসার নবনির্মিত ৪তলা ভবন উদ্বোধন শেষে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অভিভাবক সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন।
সাবেক যুগ্মণ্ডসচিব ও মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মোঃ শাহাদাত হোসেন মজুমদারের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর মিয়াজীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সওদাগর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ জাবের মিয়া, মাদ্রাসার সুপার মাওঃ ইসতিয়াক আহমেদ বুলবুল ও সহ-সুপার মাওঃ আবুল হাশেম মিয়াজী, উপজেলা যুবলীগের সদস্য ইঞ্জিঃ মোঃ রাশেদ প্রমুখ।
এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইঁয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শহিদ দর্জি, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লালু, চাঁদপুর পরিষদের প্যানেল চেয়ারম্যান রওনক আরা রত্না, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সালমা শহিদ, দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি উজ্জল মজুমদার, ইউনিয়ন যুবলীগের যুগ্মণ্ডআহ্বায়ক মোঃ জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিঃ মোঃ ইব্রাহিম খলিল বাদলসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।