প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০০:০০
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের শাহরাস্তি উপজেলা শাখার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর সকালে নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ২১৬ জন শিক্ষার্থী অংশ নেয়। শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আঃ রব, অ্যাসোসিয়েশনের উপজেলা সভাপতি আলী আজগর মিয়াজী, সাধারণ সম্পাদক ছুটন চক্রবর্তী ও সাংগঠনিক সম্পাদক আবু তাহের সুমন। পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন অ্যাডঃ সাখাওয়াত হোসেন।