শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০০:০০

পুরাণ আদালত পাড়া জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব রুহুল আমিনের মাগফেরাত কামনায় দোয়া
অনলাইন ডেস্ক

চাঁদপুর শহরের পুরাণ আদালত পাড়া জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব এবং মাদরাসাতু ইশিয়াতিল উলুম আলিম মাদরাসার সহকারী শিক্ষক আলহাজ্ব হযরত হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন মজুমদার (৭৫)-এর রুহের মাগফেরাত কামনা করে মসজিদ কমিটির উদ্যোগে ৩ নভেম্বর শুক্রবার বাদ জুম্মা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা পরিচালনা করেন মসজিদের ইমাম মুফতি আনোয়ারুল হক নেছারী ও মিলাদ পরিচালনা করেন মুয়াজ্জিন মোঃ মনির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইউনুস শোয়েব, পুরাণ আদালত পাড়া জামে মসজিদ কমিটির সহ-সভাপতি সাবেক পৌর কমিশনার রফিকুল ইসলাম খান, সহ-সভাপতি আঃ রহমান পাটওয়ারী মোস্তফা, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ আখন্দ, সদস্য মোঃ বাদশা মিয়া পাটওয়ারী, মোঃ বাবুল মাল, সাংবাদিক মোঃ আলমগীর হোসেন পাটওয়ারীসহ মসজিদের সকল মুসুল্লি।

উল্লেখ্য, চাঁদপুর শহরের পুরাণআদালত পাড়া জামে মসজিদে স্বাধীনতার পর প্রায় পঞ্চাশ বছরের অধিক সময় ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা রুহুল আমিন মজুমদার। এছাড়া বাগাদী গাছতলা মাদরাসাতু ইশিয়াতিল উলুম আলিম মাদরাসায় শিক্ষকতা করেছেন। গত ৩১ অক্টোবর মঙ্গলবার ভোর ৪ টায় তিনি বাগাদী ইউনিয়নের গাছতলা গ্রামের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজেউন)। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওই দিন জানাজা শেষে বাগাদী গাছতলা দরবার শরীফের মসজিদের পাশের কবরস্থানে তাকে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়