প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর শহরের পুরাণবাজার বাতাসাপট্টিস্থ শ্রী শ্রী গৌরনিত্যানন্দ মহাপ্রভুর মন্দিরে প্রতি বছরের ন্যায় এই বছরও মাসব্যাপী শ্রীমদ্ভাগবত পাঠ শুরু হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র মাস দামোদর মাস (কার্তিক মাস) উপলক্ষে মন্দির কমিটি গত ২৫ অক্টোবর থেকে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী এই পাঠের আয়োজন করেন। প্রতিদিন রাত ৮টায় বিশিষ্ট ধর্মানুরাগী অনিক গোস্বামী তার সুললিত কণ্ঠে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে শ্রীমদ্ভাগবত পাঠসহ কৃষ্ণ কথা পরিবেশন করবেন। পাঠ শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়। পারমার্থিক শান্তি লাভে সনাতন ধর্মাবলম্বী সকল ভক্তকে সন্ধ্যাকালীন শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠানে উপস্থিত থেকে ধর্মতত্ত্ব শ্রবণ করার অনুরোধ জানিয়েছেন পুরাণবাজার শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মহাপ্রভু মন্দির পরিচালনা পর্ষদের ভক্তবৃন্দ।
এছাড়াও দামোদর মাস উপলক্ষে প্রতিদিন রাত ৮টায় পুরাণবাজার হরিসভা রোডস্থ শ্রী শ্রী রাধা মুরারী মোহন জিউর মন্দির, সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির, শ্রী শ্রী মদন মোহন মন্দিরে শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হচ্ছে।
রাধা মুরারী মোহন জিউড় মন্দিরে পাঠ করছেন চট্টগ্রামের পাঠক সদানন্দ দাস, জগন্নাথ মন্দিরে পাঠ করছেন মন্দিরের অধ্যক্ষ সিলেট হবিগঞ্জের বিশাল গোবিন্দ দাস বাবাজী। শ্রীমদ্ভাগবত পাঠ শ্রবণ করতে প্রতিদিনই মন্দির প্রাঙ্গণে ভক্ত নর-নারীদের উপস্থিতি পরিলক্ষিত হয়।