শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০০:০০

শাহরাস্তি থানা পুলিশের অভিযানে এক রাতে ১৩ আসামি গ্রেফতার
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

এক রাতে অভিযান চালিয়ে শাহরাস্তি থানা পুলিশ ১৩ আসামিকে গ্রেফতার করেছে। ২ নভেম্বর দিবাগত রাতে পুলিশের অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত ১০ জন এবং নিয়মিত মামলায় ৩ জনসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়।

২ নভেম্বর শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেনের দিক-নিদের্শনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ খাইরুল আলমের নেতৃত্বে এসআই মোঃ রোকন উদ্দিন, জনি কান্তি দে, এএসআই আমির হোসাইন, মাঈন উদ্দিন, হেলাল উদ্দিন, কামাল হোসেন, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ মনিরুল হক সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৩ আসামিকে আটক করেন। এরা হচ্ছে : জিআর-১৬৮/২২ (শাহরাস্তি)-এর পরোয়ানাভুক্ত আসামী মানিক হোসেন (৪০) (পিতা মৃত শামছুল হক), শাহীন আলম (২২) (পিতা মানিক হোসেন), রাজন (২১) (পিতা মৃত আবুল কালাম), মনিরা বেগম মনি (৩৩) (স্বামী মৃত আবুল কালাম), সীমা বেগম (১৯) (স্বামী শাহীন আলম), বিউটি বেগম (২৯) (স্বামী মানিক হোসেন), সর্ব সাং-কাজির কামতা, জিআর-১০৮/২৩ মামলার আসামি মোঃ রাসেল ওরফে কেবলা (১৮) (পিতা মৃত ছায়েদ আলী, সাং-শ্রীপুর), ননজিআর-১০৭/২৩ (শাহরাস্তি) মামলার আসামি জামাল হোসেন (৩২) (পিতা ছফি উল্লাহ, সাং- ভোলদিঘী), জিআর-১৬১/২২ (শাহরাস্তি)-এর আসামি সৈকত চন্দ্র দাস (২২) (পিতা দিলীপ চন্দ্র, সাং-সেক্কুনী, ধোপা বাড়ি), জিআর-২৫১/২২ মামলার আসামি মোঃ রিপন হোসেন (৩২) (পিতা মৃত ছিদ্দিকুর রহমান, সাং-আলীপুর), শাহরাস্তি মডেল থানার এফআইআর এজাহারনামীয় আসামি আবু জাফর (৩৫), মোঃ আলী (২২), সহিদুল ইসলাম (৩৮) (সর্বপিতা আলতাফ হোসেন প্রকাশ লাল মিয়া, সাং-পানচাইল)। ৩ নভেম্বর দুপুরে আসামীদেরকে প্রয়োজনীয় পুলিশ এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়