প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০০:০০
কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজমিন্ত্রি কবির হোসেন (৩৫)কে মারধরের অভিযোগ পাওয়া গেছে। কবির হোসেন জানান, তিনিসহ ৫জন সহকর্মীকে নিয়ে মুন্সীগঞ্জ জেলার ভবেরচর গ্রামে রাজমিস্ত্রির কাজে যায়। বুধবার দুপুরে তার সঙ্গী কচুয়ার দড়িলক্ষ্মীপুর গ্রামের কাজী বাড়ির মফিজুর রহমানের ছেলে রায়হান (২২) তাকে খাবার পানি সংগ্রহের জন্যে বললে দুইজনের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে রায়হান কবিরকে ভেলচা দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে হাত, পা ও কোমর থেতলিয়ে দেয়। তার ডাক-চিৎকারে অন্যান্য শ্রমিক এগিয়ে আসলে রায়হান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাকে অন্যান্য শ্রমিক স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত অবস্থায় নিয়ে এসে ভর্তি করে। এ ব্যাপারে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।