প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০০:০০
জেলা তথ্য ও গণসংযোগ অধিদপ্তরের উদ্যোগে ১নভেম্বর হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের ৫নং পূর্ব রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মায়েদের নিয়ে স্মার্ট বাংলাদেশ ও ভিশন-২০৪১সহ কয়েকটি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার মোঃ সুলতান আহমেদের সভাপ্রধানে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামরুল ইসলামের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ আরিফুল হাসান। বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শামীমা আক্তার, প্রধান শিক্ষক লিপিকা পাল, রাজারগাঁও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মজুমদার, সাবেক ইউপি সদস্য মোঃ ইসমাইল শেখ প্রমুখ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুন নাহার, কুলছুমা আক্তার সুইটিসহ অভিভাবকবৃন্দ।