প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন লোটাস বার্ড চ্যারিটি ফোরাম নারায়ণপুর প্রেসক্লাব নেতৃবৃন্দকে মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্যে সম্মাননা স্মারক প্রদান করেছে। বুধবার ১ নভেম্বর বিকেলে নারায়ণপুর প্রেসক্লাব কার্যালয়ে লোটাস বার্ড চ্যারিটি ফোরামের আয়োজনে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্তরা হলেন : নারায়ণপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আমির আলী বিল্লাল, বর্তমান সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব প্রমুখ।
লোটাস বার্ড চ্যারিটি ফোরামের সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে এবং নারায়ণপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন নারায়ণপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আমির আলী বিল্লাল, প্রেসক্লাবের বর্তমান সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, লোটাস বার্ড চ্যারিটি ফোরামের সৌদি আরবের পরিচালক হাসান বেপারী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিলসহ লোটাস বার্ড চ্যারিটি ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।