প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০০:০০
ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার নবনির্বাচিত অধ্যক্ষ মাওঃ মুফতি মোঃ আনোয়ার হোসেন মোল্লাকে বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। গতকাল ২ নভেম্বর বৃহস্পতিবার চাঁদপুর পৌরসভাধীন বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আয়োজিত এই সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের হাজীগঞ্জ উপজেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ আনিসুর রহমান, চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদী, জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু জাফর মোঃ মাইনুদ্দীন, জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওঃ মোঃ জসিম উদ্দিন, জেলা শাখার সাবেক দপ্তর সম্পাদক সুপার মাওঃ মোঃ জিয়াউদ্দিন খন্দকার, ফরিদগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওঃ মোঃ জাকির হোসেন, হাইমচর উপজেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ মাওঃ মোঃ শরীফ হোসেন খান, সুপার হাঃ মাওঃ মোঃ আঃ রাজ্জাক, প্রভাষক মাওঃ মোঃ মহিউদ্দিন, প্রভাষক মাওঃ মোঃ আবু জাফর, সহকারী শিক্ষক মাওঃ মোঃ ইব্রাহিম প্রমুখ। সবশেষে দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়।