প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী বলেছেন, ১৯৭১ সালে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম পরাধীনতার দাসত্ব থেকে মুক্তি লাভ করে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্যে। আমাদের লক্ষ্য অর্জিত হলেও স্বাধীনতা বিরোধীদের লক্ষ্য সেদিন অর্জিত হয়নি। ১৯৭৫ সালে জাতির পিতাকে সপরিবারে হত্যা করে লক্ষ্য পূরণে এগিয়ে গেলেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হয়ে অর্থনৈতিকভাবে শক্তিশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এতে তাদের গাত্রদাহ দেখা দিয়েছে। একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের নিশ্চয়তা দেয়া সত্ত্বেও স্বাধীনতাবিরোধীদের প্রেতাত্মা বিএনপি-জামাত জোট এসবের ধারে-কাছে না গিয়ে আবারো ধ্বংসযজ্ঞে মেতেছে। কিন্তু তারা ভুলে গেছে, এদেশের মানুষ আজ অনেক সচেতন। তারা এসব ধ্বংসলীলা তথা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডকে ঘৃণা করে। আগামী নির্বাচনেই নৌকার বিজয় নিশ্চিত করে তারা এর প্রমাণ দিবে।
দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে আয়োজিত সমাবেশ তিনি এ কথাগুলো বলেন। বুধবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত শান্তি সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ নাজমুন নাহার অনি, সহ-সভাপতি হালিমা বেগম, পৌরসভার কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন প্রমুখ।