প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০০:০০
দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনব্যাপী অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফরিদগঞ্জে। বুধবার (১ নভেম্বর) সকালে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী অ্যাডঃ নাজমুন নাহার অনির নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী, মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ নাজমুন নাহার অনি, পৌরসভার কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হালিমা বেগম, ইউপি সদস্য আনেয়ারা বেগম, ঝর্ণা বেগম, জেলা ছাত্রলীগের উপ-নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক শরীফ হোসেন মৃধা, আওয়ামী লীগ নেতা বাবুল মোল্লা, তাজুল ইসলাম মোল্লা, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন প্রমুখ।
পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী বলেন, মহিলা আওয়ামী লীগের ডাকে আজ নারীরা মাঠে নেমেছে। কারণ তারা গত ১৫ বছর এদেশে যে উন্নয়ন দেখেছে, তাতে তারা আবারো শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। অন্যদিকে বিএনপি-জামাত জোটের অপরাজনীতি থেকে মুক্তি চায়।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মনোনয়ন প্রত্যাশী অ্যাডঃ নাজমুন নাহার অনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার এদেশের নারী-পুরুষ আপামর জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করছে। বিশেষ করে নারীদের এগিয়ে নিতে তিনি অনেক কাজ করেছেন। ফলে বাংলাদেশে আজ পুরুষদের পাশাপাশি নারীরাও দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। তাই আজ বিএনপি-জামাত জোটের নৈরাজ্যের বিরুদ্ধে তারা মাঠে নেমে এসেছে। নিশ্চয়ই আগামী জাতীয় সংসদ নির্বাচনেও নারীরা নৌকার বিজয় নিশ্চিত করবে।
এ সময় উপস্থিত ছিলেন আরিফ হোসেন, মহিলা আওয়ামী লীগ নেত্রী সুলতানা ইয়াসমিন পলি, মুক্তা চক্রবর্তী, হাছিনা বেগম, সালমা আক্তার, মায়া রাণী, পৌর কৃষকলীগ নেতা ফজলুর রহমান, ইসমাইল হোসেন, আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা আফসার হোসেন, সজিব হোসেন, সুজন দাস, নিশান, দিনেশ চন্দ্র দাস, যুবলীগ নেতা মমিন সর্দার, সুমন হোসেন, নাঈম হোসেন, আরিফুল ইসলামসহ নেতৃবৃন্দ।