প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজে প্রথম বর্ষ সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর (বুধবার) বেলা ১১টায় কলেজ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ।
২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিং বডির সদস্য মোঃ আবুল কালাম আজাদ এবং কলেজের প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, কলেজের সহকারী অধ্যাপক গোলাম সারওয়ার, মোঃ জিয়াউর রহমান, ফারজানা আক্তার, প্রভাষক মোঃ মানিক মিয়া, মোঃ হাবিবুর রহমান, মোঃ মাহবুবুর রহমান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি, অভিভাবক ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মোঃ আবুল কাসেম কারী প্রমুখ।
উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক সাহেরা আক্তার, কামরুল হাসান, মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, সিনিয়র প্রভাষক নূরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক মোঃ শাহাদাৎ হোসেন, মনোয়ারা খাতুন, ফরিদা ইয়াছমিন, গ্রন্থাগার শিক্ষক নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তারসহ অন্যরা।
অনুষ্ঠানে শাহতলী জিলানী চিশতী কলেজের ২০২৩-২০২৪ বর্ষের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী ফেরদৌসি আক্তার জুঁহিকে পাঠ্যবই বিতরণ করেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদীসহ অন্যরা।