প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০০:০০
দেশব্যাপী বিএনপি-জামায়াতসহ স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী শক্তির আন্দোলনের নামে পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাড়িতে হামলা, পুলিশ হাসপাতালে হামলা, বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগসহ নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩১ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪টায় চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী পরিবারের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য ও বাগাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল। তিনি বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ভিডিও চিত্র, টেলিভিশনের মাধ্যমে আমরা দেখেছি, বিএনপি-জামাত কীভাবে ঢাকাতে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। আমরা দেখেছি নিরাপত্তা বাহিনী কত ধৈর্যের সাথে তাদের নিরাপত্তা দিয়েছে। কিন্তু উস্কানিমূলকভাবে তারা হামলা শুরু করলো। এরপরও পুলিশের সদস্যগণ কোনোরকম সামনে এগিয়ে না গিয়ে পিছন দিকে যেতে শুরু করলো। পুলিশের কাছে অস্ত্র থাকা সত্ত্বেও আক্রমণ না করে পুলিশ আত্মরক্ষামূলক অবস্থানে যেতে থাকলো। কিন্তু তাদেরকে সে অবস্থায় থাকতে দেয়নি, বরং তারা পুলিশ সদস্যদের পিটিয়ে হত্যা করেছে। দুঃখের সাথে বলতে হয়, যে পুলিশ সদস্য নিহত হয়েছেন তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান ছিলেন। হত্যা করেও তারা ক্ষান্ত হননি, মৃত পুলিশ সদস্যের ঘাড়ের উপরে উঠে লাফিয়েছে।
বেলায়েত হোসেন বলেন, জ্বালাও পোড়াও বন্ধ করে ভোটারের কাছে যান। নাশকতা করে জনবিচ্ছিন্ন হয়ে যাবেন। তখন আর সমাজে বসবাস করতে পারবেন না, পরিবার পরিজন নিয়ে পালিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, বাগাদীবাসী শান্তিকামী মানুষ। তারা নৈরাজ্য চায় না। এই এলাকায় কোনো প্রকার নাশকতা ও নৈরাজ্য করা যাবে না। কারো গণতান্ত্রিক অধিকার হরণ করা যাবে না। এই ইউনিয়নে আমরা শান্তিপূর্ণ অবস্থানে থাকতে চাই। আমাদের মুখোমুখি দাঁড় করতে বাধ্য করবেন না।
বাগাদী চৌরাস্তা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন খানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য বেলায়েত হোসেন বাবুল মিজি, বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ বারেক গাজী, সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বিল্লাল, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন বাবু গাজী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন গাজী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুসলিম খান, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ মান্নান খান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন পাটোয়ারী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ কাইউম খান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার পাটোয়ারী, প্রচার সম্পাদক ডাঃ আনোয়ার, ৪নং ওয়ার্ড যুবলীগের নেতা মমিন গাজী, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি টুটুল বেপারী ও সাধারণ সম্পাদক মানিক ঢালী, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রায়হান বিন হিরো, আকরাম খান সবুজ, নুরে আলম কবির, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ নেত্রী আয়েশা বেগম, শাহানারা বেগমসহ স্থানীয় আওয়ামী লীগ ও সাধারণ জনগণ।