প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ড পুরাতন আদালত পাড়া জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব এবং মাদ্রাসাতু ইশিয়াতিল উলুম আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মাওঃ মোঃ রুহুল আমিন মজুমদার (৭৫) আর বেঁচে নেই। তিনি ৩১ অক্টোবর মঙ্গলবার ভোর ৪টায় বাগাদী ইউনিয়নের গাছতলা গ্রামের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজেউন)। তার মৃত্যুতে আদালতপাড়াসহ গাছতলা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। তার জানাজায় বিপুল পরিমাণ মুসল্লি অংশ নেন। ওইদিন বাদ জোহর গাছতলা দরবার শরীফের আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন গাছতলা দরবার শরীফের পীর সাহেব মাওঃ খাজা ওয়ালী উল্লহ।
জানাজার পূর্বে বক্তব্য রাখেন জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার, বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন বিল্লাল, বাগাদী দরবার শরীফের পীরজাদা মাওঃ মাহফুজ উল্লাহ ইউসুফী, গাছতলা দরবার শরীফের পীরজাদা মাওঃ খাজা জোবায়ের, মাদ্রাসাতু ইশিয়াতিল উলুমের অধ্যক্ষ মাওঃ মোঃ আবদুর রহিম, সহকারী অধ্যাপক মাওঃ মোঃ হারুনুর রশিদ, মাওঃ মোঃ আফছার উদ্দিন, পুরাতন আদালতপাড়া জামে মসজিদের বর্তমান ইমাম মুফতি আনোয়ারুল হক নেছারী ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ আখন্দ এবং মরহুমের ৩য় ছেলে মাওঃ মোঃ রেজওয়ান মজুমদার।
মসজিদের সহ-সভাপতি হাফেজ মাওঃ আব্দুল্লাহ আল-মামুন সুফিয়ান জানান, হাফেজ মাওঃ মোঃ রুহুল আমিন এই মসজিদে প্রায় ৪৭ বছর ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি নিজ এলাকার মাদ্রাসাতু ইশিয়াতিল উলুম আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। আমাদের মসজিদ থেকে বয়স বৃদ্ধির কারণে তিনিই অবসর নিয়েছেন। মসজিদের মুসল্লি মোঃ আলমগীর পাটওয়ারী জানান, আমাদের সাবেক ইমাম সাহেবের জানাজার নামাজে আদালতপাড়ার বিপুল পরিমাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
তিনি মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ৩ মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।