প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর শহরের মমিনপাড়ার অধিবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনির হোসেন সিকদারের দ্বিতীয় কন্যা হোসনে আরা (শায়লা)র সাথে ফরিদগঞ্জ খাজুরিয়া গ্রামের মরহুম মোহাম্মদ আব্দুল লতিফের প্রথম ছেলে মোহাম্মদ আল মামুন রোডেনের শুভবিবাহ সম্পন্ন হয়েছে।
গত ২৭ অক্টোবর শুক্রবার দুপুরে অত্যন্ত আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে চাঁদপুর প্রেসক্লাব ভবনের এলিট চাইনিজ কমিউনিটি হলে এ উপলক্ষে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ শহরের সুধীজন আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন। নবদম্পতি সকলের দোয়া কামনা করেছেন।