প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০০:০০
একজন গ্রাম পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। প্রত্যন্ত গ্রামাঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নানাবিধ প্রশাসনিক দায়িত্বও পালন করতে হয় তাকে।
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের দফাদার বাচ্চু মৃধা। দীর্ঘ চাকুরিজীবন শেষে সোমবার তিনি অবসরে যান। তাঁর হাতে অবসরে যাওয়া একজন দফাদারের প্রাপ্য এককালীন টাকার চেকসহ ফুলেল শুভেচ্ছা হস্তান্তর করছেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। উপজেলা প্রশাসন তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে।