প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে রোববার সন্ধ্যায় চাঁদপুর শহরের হাসান আলী হাইস্কুল মাঠে বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে প্রদর্শিত হয়েছে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার।’ ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হয়।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর পৃষ্ঠপোষকতায় চলচ্চিত্রটি দেখানোর উদ্যোগ নেয় জেলা আওয়ামী লীগ। এ সময় শুভেচ্ছা বক্তব্যে জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ বলেন, ছবিটি দেখে দর্শক কান্না ধরে রাখতে পারেনি। সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। তাদের মনে আরও গেঁথে গেছেন বঙ্গবন্ধু।
এ সময় সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ জহিরুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।