শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০০:০০

নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর পুরাণবাজার নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ অক্টোবর সোমবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বুলবুল আহসান। বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য রফিক আহমেদ মিন্টু, অভিভাবক সদস্য আব্দুর রশিদ খান, সহকারী প্রধান শিক্ষক সুলতানা নাজমে আরা, সহকারী সিনিয়র শিক্ষক শম্ভুনাথ নন্দী, মোঃ জাহাঙ্গীর আলম, মানছুর আহমেদ, বিপ্লব চন্দ্র দাস, কাকলী আক্তার, ইফতাজুল ইসলাম, আল-আমীন সরকার প্রমুখ।

প্রধান শিক্ষক অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনারা যদি সন্তানের কৃতকার্যতা আশা করেন তাহলে পরীক্ষার আগ পর্যন্ত আপনাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে। যদি তা পারেন তাহলেই আপনার সন্তান অবশ্যই ভালো ফলাফল অর্জন করবে। আপনার বড় দায়িত্ব পরীক্ষার্থী কত সময় পর্যন্ত লেখাপড়া করছে সেদিকে নজর রাখা। আমরা শিক্ষকরা সকল সময়ই আশা করি আমার শিক্ষার্থীগণ ভালো ফলাফল অর্জন করুক। কিন্তু একইভাবে আপনাকেও তা চাইতে হবে।

তিনি বলেন, পরীক্ষায় অ্যালাউ না হলে আপনারা অভিভাবকরা অ্যালাউ করার জন্যে যেই আগ্রহ নিয়ে ছুটে আসেন, এভাবে যদি সন্তানদের শিক্ষার প্রতি নজর রাখতেন, তাহলে তারা অনেক ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হতো।

বিদ্যালয় থেকে আগামী বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্যে ৪৮ জন শিক্ষার্থীকে অ্যালাউ করা হয়েছে। গতকাল থেকে শুরু হয়েছে ফরম ফিলাপ। আগামী ৭ নভেম্বর পর্যন্ত তা চলমান থাকবে বলে জানা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়