প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০০:০০
মতলব উত্তর উপজেলায় ছেঙ্গারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিএনপি, জামায়াত-শিবির ও স্বাধীনতাবিরোধী চক্রের ২৮ অক্টোবর পল্টনে পুলিশ হত্যা, মসজিদে আগুন, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, সাংবাদিকের উপর হামলা এবং আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সকালে কলেজ থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তব্য রাখেন ছেঙ্গারচর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ছেংগারচর পৌরসভার মেয়র আরিফ উল্যাহ সরকার।
উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্যা দর্জির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মাহমুদ টিটু মোল্লা, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরীফ উল্যাহ সরকার, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাউন্সিলর শাহজাহান মোল্যা, কাউন্সিলর আমান উল্যাহ সরকার, মোঃ হারিছ খান, সবুজ মিয়া, আনোয়ার হোসেন, মোঃ বোরহান উদ্দিন, শাহজালাল মুফতি, নূর বেপারী, ছেংগারচর বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ লস্করসহ অন্যরা।
পৌর মেয়র আরিফ উল্যাহ সরকার বলেন, বিএনপি-জামায়াত আবারও তাদের চিরচেনা সন্ত্রাসী রূপ দেখিয়েছে। এমনকি তারা গাড়িতে আগুন দিয়ে জনগণের জানমালের ক্ষতি করেছে। বিএনপি-জামায়াতের যে কোনো ধরনের অরাজকতা, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে আমরা মাঠে থাকবো। বিএনপি-জামাতের নৈরাজ্য প্রতিহত করবে ছাত্রলীগ।
তিনি বলেন, সাধারণ মানুষ সন্ত্রাসী দল বিএনপির ডাকা হরতাল প্রত্যাখ্যান করেছে। আমাদের ছাত্রসমাজ বিএনপির এই হরতাল এবং নৈরাজ্য রুখে দেয়ার জন্যে সর্বদা প্রস্তুত। কোনো প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আমরা তাদেরকে কঠিনভাবে প্রতিহত করবো।