শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে হরতালের বিরুদ্ধে পৌর আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল
ফরিদগঞ্জ ব্যুরো ॥

দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে ফরিদগঞ্জে পৌর আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর রোববার দুপুরে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মাহফুজুল হকের নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে এক সমাবেশে বক্তব্য রাখেন সাবেক মেয়র মাহফুজুল হক। এ সময় তিনি বলেন, সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিএনপি-জামাত কাজ করে যাচ্ছে। স্বাধীনতার পরে যা উন্নয়ন হয়নি, তা গত ১৫ বছরে হয়েছে। জনসাধারণ এই হরতাল মানে না।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্বাছ বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম পাটওয়ারী, সহ-সম্পাদক শহিদ হোসেন, প্রচার সম্পাদক আঃ রহিম পাটওয়ারী, দপ্তর সম্পাদক শ্রীকৃষ্ণ দাস, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুকবুল হাজী, সাধারণ সম্পাদক শহিদ বেপারী, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আঃ ওয়াব তফদার, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাসুদ আলম, ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আলী হায়দার টিপু, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাবিবুর রহমান নান্নু, ৯নং ওয়ার্ড সভাপতি আঃ খালেক বতুসহ যুবলীগ, ছাত্রলীগসহ আরো অন্য নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়