শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০০:০০

হাজীগঞ্জে পিকেটিংবিহীন হরতাল
কামরুজ্জামান টুটুল ॥

বিএনপির ডাকা রোববারের হরতাল হাজীগঞ্জে পিকেটিংবিহীন নিরুত্তাপভাবে পালিত হয়েছে। ভোর থেকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা, পায়ে চালিত রিকশা চলাচল কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। তবে দূরপাল্লার কোনো গণপরিবহন বিকেল পর্যন্ত চলেনি। এদিকে বেলা ১১টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় ও এনায়েতপুর এলাকায় হরতালের সমর্থকরা পিকেটিং করার প্রাক্কালে পুলিশ গিয়ে তা ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে দুপুরে হাজীগঞ্জ বাজারে হরতালের বিপক্ষে ভিন্ন ভিন্নভাবে শান্তি মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী জানান, রাজপথ আমাদের দখলে রয়েছে। দুপুরে আমরা শান্তি মিছিল করেছি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পাটোয়ারী জানান, আমরা সহাবস্থানে মাঠে আছি। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান, সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়