শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০০:০০

রাজীব আহমেদ রাজু আবারও মাঝিগাছা উবির সভাপতি নির্বাচিত
মোহাম্মদ মহিউদ্দিন ॥

মাঝিগাছা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পদে রাজীব আহমেদ রাজু ৯ম বারের মতো নির্বাচিত হয়েছেন। তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির একান্ত ব্যক্তিগত সহকারী ও কচুয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। শনিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ খানের সভাপ্রধানে বিদ্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন।

নির্বাচনে অভিভাবক সদস্য মোঃ নিজাম মিয়া সভাপতি পদে রাজীব আহমেদ রাজুর নাম প্রস্তাব করলে আর কোনো প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে তাকে পুনরায় ৯ম বারের মতো সভাপতি পদে নির্বাচিত করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, সহ-সভাপতি আতাউল করিম, মোহাম্মদ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব ও শান্ত ধর, প্রচার সম্পাদক মোঃ নাছির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, অভিভাবক সদস্য নিজাম মিয়া, শাহ আলম পাটোয়ারী, শাহীন পাটোয়ারী, হালিম পাটোয়ারী, রাশিদা বেগম, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিয়া মোঃ সোহেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এক প্রতিক্রিয়ায় রাজীব আহমেদ রাজু জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির সার্বিক সহযোগিতায় মাঝিগাছা গ্রামে রাস্তা-ঘাট, স্কুল, মাদ্রাসা ও এতিমখানার একাডেমিক ভবনের উন্নয়ন ও অবকাঠামোখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। ফলে মাঝিগাছা গ্রামটি আজ শহরে রূপান্তরিত হয়েছে। বিগত বছরগুলোতে বিদ্যালয়ের পড়ালেখার গুণগত মান পূর্বের চেয়ে পরিবর্তিত হয়েছে এবং ভালো ফলাফল অর্জিত হয়েছে। সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে তিনি শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়