শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০০:০০

আজ কোজাগরী লক্ষ্মীপূজা
বিমল চৌধুরী ॥

আজ ২৮ অক্টোবর শনিবার সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে বিশেষ আয়োজনে ব্যাপকভাবে লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হবে। লক্ষ্মী দেবী গৃহ দেবতা হিসেবে সকল সময়ই সনাতন ধর্মাবলম্বীদের গৃহে পূজিত হয়ে থাকলেও আজ পূর্ণিমা তিথিতে তারা বিশেষভাবে এই পূজার আয়োজন করে থাকেন। এদিনে ধনী-গরীব সকলেই লক্ষ্মীদেবীর আশীর্বাদ কামনায় পূজার আয়োজন করায় আজ পুরোহিত ব্রাহ্মণদেরও প্রচুর চাহিদা বেড়েছে। তারা ব্যস্ত হয়ে পড়েছেন জর্জমান অর্থাৎ পূজারীদের মন রক্ষায়। কারণ আয়োজনকারীগণের ইচ্ছে সন্ধ্যারাতেই যেন তাদের পূজা সম্পন্ন হয়। তাই সকলেরই লক্ষ্য পুরোহিত ব্রাহ্মণ যেন আগে, আগে তার গৃহের পূজা সম্পন্ন করেন। এ ব্যাপারে জানতে চাওয়া হয় চাঁদপুর শহরের পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সের অধ্যক্ষ পৌরোহিত কেদারনাথ চক্রবর্তীর কাছে। তিনি জানান, লক্ষ্মীদেবী সম্পদ ও প্রাচুর্য্যরে দেবী। তাই লক্ষ্মীদেবীর পূজা সকল গৃহেই অনুষ্ঠিত হলেও পূর্ণিমা তিথিতে ভক্তগণ দেবীর সন্তুষ্টি কামনায় ব্যাপক আয়োজনে মন্ত্রপূত হয়ে এই পূজা দিয়ে থাকেন ধর্মীয় নিয়ম মেনে। গতকাল শুক্রবার রাত ৪টা ১১ মিনিট ৫ সেকেন্ড থেকে পূর্ণিমা শুরু হয়েছে, আজ রাত ২টা ২৫ মিনিট ২২ সেকেন্ড পর্যন্ত পূর্ণিমা থাকবে। এই সময়ের মধ্যে পূজা প্রশস্থ হলেও জর্জমানদের সকলের ইচ্ছে সন্ধ্যার মধ্যে তাদের পূজা যেন সম্পন্ন হয়। কিন্তু আমাদের একার দ্বারা তা সম্ভব না হওয়ায়, আমি দেশের বিভিন্ন স্থান থেকে আমার পরিচিত কয়েকজন পৌরোহিত ব্রাহ্মণকে শহরে নিয়ে এসেছি। যাতে সময়মতো সন্ধ্যারাতের মধ্যেই তারা পূজা সম্পন্ন করতে পারে। আজকের দিনে সকল ব্রাহ্মণই ব্যস্ত থাকবেন জর্জমানদের পূজা সম্পন্নে।

সদ্য সম্পন্ন শারদীয় দুর্গোৎসবের পর পরই লক্ষ্মীদেবীর পূজায়, বড়দের মাঝে যত না আনন্দ দেখা যায় তার চেয়ে বেশি আনন্দ উপভোগ করেন ছোট ছোট ছেলে মেয়েরা। তারা পূজার সময় তারাবাতি, আতশবাজি ফাটিয়ে, গৃহমাঝে লাল নীল মোমের আলো জ্বালিয়ে লক্ষ্মীদেবীকে আহ্বান জানাবেন। প্রকাশ পাবে তাদের উৎসাহ-উদ্দীপনা। আজ দেবী সন্তুষ্টি কামনায় দেবীকে নারকেলের নারু, সন্দেশ, ছানা, মাখনসহ হরেক রকম মিষ্টিজাত দ্রব্যে দ্বারা পূজা দিবেন ভক্তবৃন্দ। লক্ষ্মীপূজাই হরেক রকম মিষ্টিজাত খাওয়ার ব্যবস্থা করতে দেখা যায়। তবে পূজার আনন্দ যতই থাকুক না কেন, বাজারের অগ্নিমূল্য আয়োজকদের রীতিমত হিমশিম খেতে হয়েছে। আর বছর লক্ষ্মীদেবীর যে প্রতিমা বিক্রি হয়েছে ৩শ’ টাকা এবছর তা কিনতে হয়েছে ডাবল দামে। এভাবে নারকেল, গুঁড়, চিনি, বাতাসা, খেলনা, কদমা, ঘৃত, মধু ছানা, সন্দেশ সকল পণ্যই কিনতে হয়েছে অধিক দামে। ভক্ত হৃদয়ের বিশ্বাস লক্ষ্মীদেবী সন্তুষ্ট হলে আর্থিক অভাব, অনটন, দুঃখ, কষ্ট থাকবে না, প্রাচুর্যে পরিপূর্ণ হবে গৃহ-সংসার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়