শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জের গাব্দেরগাঁয়ে ফ্রি চক্ষু শিবির
নিজস্ব প্রতিনিধি ॥

ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গাব্দেরগাঁও গ্রামের মোল্লা বাড়ি সংলগ্ন ফোরকানিয়া মাদ্রাসায় ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর বুধবার দিনব্যাপী চক্ষু শিবির উদ্বোধন করেন ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কাউছার উল আলম কামরুল। এ সময় তিনি চিকিৎসা নিতে আসা লোকদের উদ্দেশ্যে বলেন, শহরের সেবা এখন মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গেছে। আপনাদের কষ্ট করে উপজেলা সদর এমনকি জেলা সদরেও যেতে হতো। কিন্তু আজ সে সেবা ঘরে বসে নিচ্ছেন। যারা এই আয়োজন করেছেন তাদের জন্যে দোয়া করবেন। আর কর্তৃপক্ষকে বলবো এরকম আয়োজন কয়েক মাস পরপর করার জন্যে। এতে গরীব অসহায় মানুষ উপকৃত হবে। এ কেন্দ্রিক কোনো সহযোগিতায় সম্পৃক্ত হতে পারলে নিজেকে ধন্য মনে করবো।

প্রবাসী তাজুল ইসলাম কাজলের সৌজন্যে ফ্রি চক্ষু শিবিরের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠাতা নূরুল ইসলাম ফরহাদ। ক্যাম্পটি সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে টানা ৩টা পর্যন্ত চলে। খুব সহজে চিকিৎসা সেবা নিতে পেরে লোকজন উচ্ছ্বাস প্রকাশ করেন।

চাঁদপুর আধুনিক চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে চোখের যাবতীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। বিশেষ করে চোখ দিয়ে পানি পড়া, চোখ চুলকানো, চোখ ও মাথা ব্যথা, চোখে ঝাপসা বা কম দেখা ইত্যাদি রোগের চিকিৎসা প্রদান করা হয়েছে। সেই সাথে ছানি বাছাই কার্যক্রমও করা হয়েছে। ক্যাম্পে চাঁদপুর আধুনিক চক্ষু হাসাপাতালের চিকিৎসক ডাঃ মোঃ আনসার আলীকে সহযোগিতা করেন তার দুই সহযোগী সাইফুদ্দিন ও রুমা বেগম। দিনব্যাপী চিকিৎসা সেবায় সহযোগিতা করেন চাঁদপুর আধুনিক চক্ষু হাসপাতালের পরিচালক মোঃ মোশারফ হোসেন। তাকে সহযোগিতা করেন স্থানীয় যুব সমাজ। বিশেষ করে সালমান পাটওয়ারী, সাকিব মোল্লা, হামিম মোল্লা প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়