প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০০:০০
চাঁদপুর শহরের বিভিন্ন দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা গণফোরামের সভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর। সোমবার ২৩ অক্টোবর পূজার নবমীর দিন সন্ধ্যা হতে রাত পর্যন্ত চাঁদপুর শহরের কালীবাড়ি, নতুনবাজার গোপাল জিউর আখড়া, পুরাণবাজার হরিসভা মন্দিরসহ শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনসহ পূজারী ও হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে বলেন, আমরা অসাম্প্রদায়িক জাতি। আমাদের দেশে হিন্দু-মুসলিমণ্ডবৌদ্ধ-খ্রিস্টান সবাই আমরা একসাথে মিলেমিশে বসবাস করি। বাঙালি জাতি হিসেবে আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি। এ দেশ সম্প্রীতির দেশে। এজন্যে আমরা গর্ববোধ করি।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা গণফোরামের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, সদর থানা গণফোরামের সভাপতি মহসিন মিয়াজী, সাধারণ সম্পাদক আলমগীর গাজী, শহর গণফোরামের সভাপতি আবুল খায়ের, জেলা গণফোরামের যুব বিষয়ক সম্পাদক বিজয় মজুমদার, জেলা যুব গণফোরামের সাধারণ সম্পাদক হাজী আশ্রাফ বাবু, মহিলা গণফোরামের সাধারণ সম্পাদক শরীয়তুন্নেচ্ছা শিল্পী, শ্রমিক গণফোরামের সভাপতি আলী আরশাদ গাজী, সাধারণ সম্পাদক শহীদ বকাউল, জেলা গণফোরাম সদস্য শাহজাহানসহ অন্যরা।