শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০০:০০

নিষেধাজ্ঞা অমান্যে মতলব উত্তরে ১৬ জেলে আটক
মাহবুব আলম লাভলু ॥

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মতলব উত্তরের মেঘনা নদীতে অবৈধভাবে মাছ শিকার করতে যাওয়ায় ১৬ জেলেকে আটক করেছে মোহনপুর নৌপুলিশ। ২৩ ও ২৪ অক্টোবর মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে এই জেলেদের আটক করা হয়।

আটককৃতরা হলো : নারায়ণগঞ্জ সদরের আলীরটেক দক্ষিণ কুড়েরপাড় গ্রামের মৃত আলী আক্তারের ছেলে আবু আবু সালাম (৩০), হাফিজ উদ্দিন মোল্লার ছেলে সাদ্দাম হোসেন (৩৪), তার ভাই মোঃ আলী হোসেন (৩৫), সোলায়মান হোসেনের ছেলে মোঃ রাকিব হোসেন (২৫), তার ভাই মোঃ সজিব (১৯), মৃত আব্দুল হান্নানের ছেলে মোঃ শাহীন (৩২), শুক্কুর আলীর ছেলে মোঃ দ্বীন ইসলাম (২৭), মৃত আরাফাত আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৪০), ইউসুফ আলীর ছেলে মোঃ আলী (২৫), মৃত বাদশা মিয়ার ছেলে আলমগীর (৩৮), মৃত আওলাদ হোসেনের ছেলে মোঃ রাকিবুল (২৬) ও সুমন মিয়ার ছেলে মোঃ শুভ (১৯)। আটককৃতদের কাছ থেকে ৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।

এছাড়াও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ধনুশকার কান্দি গ্রামের সিরাজ মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন (৩০), সুরুজ ঢালীর ছেলে ইয়াকুব ঢালী (৩১), আব্দুল আউয়ালের ছেলে ফারুক (৪১) ও হানিফ ঢালীর ছেলে সজিব (২৫)কে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।

মোহনপুর নৌপুলিশের ইনচার্জ মনিরুজ্জামান বলেন, মা ইলিশ রক্ষায় আমাদের নিয়মিত অভিযান চলছে। সেই অভিযানের অংশ হিসেবে উপজেলার মেঘনা নদী থেকে ১৬ জেলেকে আটক করি। তাদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আাইন ১৯৫০ (সংশোধন ২০২৩) ধারা আইনে ১২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়াও আরও ৪ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়