শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

এসবি খাল এখন নালায় পরিণত
বাদল মজুমদার ॥

চাঁদপুর শহরের নতুনবাজার এলাকার মাঝখান দিয়ে প্রবাহিত এসবি খাল খনন করার দাবি পৌরবাসীর। খালটি এই শহরের পানি নিষ্কাশনের প্রধান উৎস। খালটি শহরের সৌন্দর্য যে বহন করে তা-ই নয়, পানি নিষ্কাশনে ভারসাম্য রক্ষা করে।

এই খালটি দিয়ে একসময় ছোট ছোট নৌকা মেঘনা থেকে ডাকাতিয়া নদীতে পাড়ি দিতো। খালটির তখন গভীরতা ছিলো। বিভিন্ন প্রজাতির মাছও পাওয়া যেতো। পানি ছিলো স্বচ্ছ। ডাকাতিয়া নদীর পানি এই খাল দিয়ে মেঘনা নদীতে যেতো। আবার মেঘনা নদীর পানি ডাকাতিয়া নদীতে যেতো, সেই সাথে শহরের পানি নিষ্কাশন হতো। এখন খালটির একদিকে পলি জমে গভীরতা কমে গেছে, অন্যদিকে বিভিন্ন জায়গা দখল হয়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌরবাসীর দাবি, খালটি দখলমুক্ত করে খনন করা হোক। যেভাবে শহরের সড়ক প্রশস্ত করা হয়েছে, সেইভাবে খাল দখলমুক্ত করা হোক।

পৌরবাসী মনে করেন, খালটি দখলমুক্ত ও খনন করে খালের দুপাড় বাঁধিয়ে নান্দনিক চাঁদপুর শহর করা হোক। এতে করে শহরের মানুষগুলো খালের দুপাড়ে বসে সময় কাটানোর সুযোগ পাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়