প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়ন শাখার এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়ন যুবলীগের অন্তর্গত ১, ৪, ৭ ও ৮নং ওয়ার্ড যুবলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে। ২১ সেপ্টেম্বর বালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান ও সাধারণ সম্পাদক মনজিল হোসেন খান স্বাক্ষরিত পত্রে কমিটিগুলো অনুমোদন দেয়া হয়। তাতে বলা হয়, ওয়ার্ড কমিটিসমূহের সভাপতি-সাধারণ সম্পাদককে আগামী ১৫ দিনের মধ্যে ৪১ সদস্যের ওয়ার্ড যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট জমা দেয়ার জন্যে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
বালিয়া ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের কমিটি সমূহ :
১নং ওয়ার্ড যুবলীগ আংশিক কমিটি- সভাপতি আব্দুল হান্নান মিয়াজী, সহ-সভাপতি মোঃ মহসিন গাজী, আলমগীর ফরাজী ও মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আহসান বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল নাছের হাওলাদার ও সাগর বেপারী।
৪ নং ওয়ার্ড যুবলীগ আংশিক কমিটি- সভাপতি মোঃ জসিম বেপারী, সহ-সভাপতি মোঃ হানিফ তালুকদার, আলমগীর হোসেন পাটোয়ারী, মোঃ শিপন হাওলাদার, হান্নান শেখ ও মোঃ কবির হোসেন মিজি, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল তালুকদার।
৭নং ওয়ার্ড যুবলীগের আংশিক কমিটি- সভাপতি মোঃ ইয়াছিন মিজি, সহ-সভাপতি শরিফ মিজি ও মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক রাসেল মিজি ও সাংগঠনিক সম্পাদক আল আমিন গাজী।
৮নং ওয়ার্ড যুবলীগের আংশিক কমিটি- সভাপতি মোঃ আব্বাস গাজী, সহ-সভাপতি দ্বীন ইসলাম, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন পাটওয়ারী ও যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা গাজী।