প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর-সিলেট রুটে এই প্রথম বিআরটিসি এসি বাস ও কাউন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২০ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় চাঁদপুর পুরাতন বাসস্ট্যান্ডে বিআরটিসি বাস কাউন্টারে এক মিলাদ ও দোয়া অনুষ্ঠান হয়। তারপর ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। মিলাদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাসস্ট্যান্ড গোর এ গরিবা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা খোরশেদ আলম।
এ সময় উপস্থিত ছিলেন পৌর ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম সুমন, বিআরটিসি কুমিল্লা বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার (অপারেশন) মোঃ আব্দুল কাদের জিলানী, বিআরটিসি এসি বাস চাঁদপুরের পরিচালক মোঃ ফেরদৌস খান, চাঁদপুর রেন্ট-এ-কার মালিক সমিতির সহ-সভাপতি আবু সাঈদ কবির পাটওয়ারীসহ ডিপোর সকল শাখা প্রধান।
উল্লেখ্য, বিআরটিসি কুমিল্লা বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক পরিচালিত এই বাসটি প্রতিদিন সকাল ৮টায় চাঁদপুর থেকে সিলেটের উদ্দেশ্য ছেড়ে যাবে এবং সিলেট থেকে প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্য ছেড়ে আসবে। এমন তথ্য জানিয়েছেন বিআরটিসি এসি বাস চাঁদপুর কাউন্টার পরিচালক, সাবেক ছাত্রনেতা মোঃ ফেরদৌস খান।