প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে চাঁদপুর সদর উপজেলার উত্তর-পূর্ব গুলিশা (রাণীর বাজার) দাসবাড়ির শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে শ্রীশ্রী সিদ্ধিদাতা গণেশ পূজা অনুষ্ঠিত হয়েছে। স্বপ্নে আদিষ্ট হয়ে এ বাড়ির অর্জুন দাস ব্যাপক আয়োজনে পূজার আয়োজন করেন। পূজায় পৌরোহিত্য করেন অরুণ চন্দ্র চক্রবর্তী ও রতন কুমার চক্রবর্তী। সকালে পূজা, অঞ্জলি প্রদান, দুপুরে ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। পূজাকে কেন্দ্র করে চাঁদপুর জেলার বিভিন্ন স্থান থেকে আগত ভক্তবৃন্দের উপস্থিতি পরিলক্ষিত হয়। ভক্তবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, সদস্য রতন কুমার সাহা, লক্ষ্মণ চন্দ্র সাহা, রাজন চন্দ্র সাহা রাজু, চন্দন সাহা, রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি গোপাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র দাস, সদস্য তাপস মজুমদার, কার্তিক চন্দ্র দাস, কাকন দাস প্রমুখ।