সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

কচুয়ায় ৩টি প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ইউএনও
ফরহাদ চৌধুরী ॥

মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন ভিত্তিক কার্যক্রম, জনসেবা, শিক্ষা ও ভূমি কার্যক্রমসহ ৩টি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন করলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান। তিনি ১৮ সেপ্টেম্বর উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়ন পরিষদে জনসেবা কার্যক্রম, খাজুরিয়া লক্ষ্মীপুর পীর ছোবাহানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং ১০নং ও ১১নং ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করলেন। পরিদর্শনকালে তিনি প্রথমে ইউনিয়ন পরিষদে জননেত্রী শেখ হাসিনার ইউনিয়ন ভিত্তিক জনসেবা উন্নয়নমূলক গ্রাম্য আদালতের কার্যক্রম, তথ্য সেবা কেন্দ্রের জন্ম নিবন্ধনসহ বিভিন্ন কার্যক্রম বিষয়ে খোঁজ-খবর নেন ও জনসেবা কার্যক্রমের নথিপত্র পর্যবেক্ষণ করেন। একইভাবে খাজুরিয়া লক্ষ্মীপুর পীর ছোবাহানিয়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে প্রবেশ করে পাঠদান বিষয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন এবং বিভিন্ন প্রশ্ন করে শিক্ষাথীদের মেধা যাচাই করেন। তিনি শিক্ষা কার্যক্রমে শিক্ষকদের আরো মনোযোগী হতে বলেন ও প্রতিষ্ঠানের দপ্তরের নথিপত্র পর্যালোচনা করেন। পরবর্তীতে রহিমানগর ভূমি গিয়ে অফিসে নথিপত্র পর্যালোচনা করেন এবং সাধারণ জনগণ যেন ভূমি সেবা পেতে কোনো হয়রানি না হয় সে বিষয়ে সতর্ক থাকতে বলেন। এছাড়াও তিনি রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার হল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আমির হোসেন, খাজুরিয়া লক্ষ্মীপুর পীর ছোবাহানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হোসেন, ভূমি সহকারী কর্মকর্তা কার্তিক চন্দ্র দাস, সোহরাব হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়