প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শেখ মহসীন আলমকে সংবর্ধনা প্রদান করেন কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল ১০-এর নেতৃবৃন্দ।
গত ৩১ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় কমিউনিটি পুলিশিং অঞ্চল ১০-এর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি মোঃ শেখ মহসীন আলম সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের সাথে আমার আরো আগেই পরিচিত হওয়ার প্রয়োজন ছিল। পুলিশের সহযোগী হিসেবে কমিউনিটি পুলিশ কাজ করে আসছে। অপরাধ নির্মূলসহ মাদকের ব্যাপারে কাউকেই ছাড় দেয়া যাবে না। তিনি পুলিশ সুপারের উদ্ধৃতি দিয়ে বলেন, আমাদের পুলিশ সুপারের বক্তব্য স্পষ্ট। সমাজে হয় মাদক থাকবে, নতুবা পুলিশ থাকবে। তাই আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে, মাদক বিক্রেতা বা সেবনকারীদের কোনো অবস্থাতেই সহযোগিতা করবেন না। মাদক, সন্ত্রাস ও অপরাধ নির্মূলে আপনাদের সকলের সহযোগিতা চাই। সমাজ সুন্দর থাকলে এর সুফল আপনারাই ভোগ করবেন। আপনারা যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমাকে বা পুরাণবাজার আইসিকে অবহিত করবেন। আমরা আপনাদের পাশে আছি। তিনি আরো বলেন, অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা নির্মূলে সচেষ্ট থাকতে হবে। পাড়া-মহল্লায় যদি একজন মাদকাসক্তও বাস করে তাহলে তার জন্যে পুরো সমাজেই শান্তি বিঘ্ন হবে।
কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল ১০-এর সভাপতি আঃ হান্নান মিয়াজীর সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মেজবাহ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আরেক সংবর্ধিত অতিথি পুরাণবাজার ফাঁড়ির এসআই রাজীব শর্মা।
সংবর্ধনার শুরুতেই অঞ্চল ১০-এর কমিউনিটি পুলিশিং সদস্যগণ সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে বরণ করে নেন।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ৪নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অঞ্চল ১০-এর সহ-সভাপতি রেজাউল করিম বিপ্লব, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, শওকত আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান মুন্না, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক মোঃ তারিকুল ইসলাম, সাবেক পৌর মহিলা কাউন্সিলর শাহনাজ আলমগীর, বিভিন্ন মহল্লা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম গাজী, মোঃ আলমগীর হোসেন মিয়াজী, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, মোঃ আশ্রাফুল আরিফ, মাস্টার মোঃ মনির হোসেন, মোঃ বিল্লাল হোসেন, সদস্য আব্দুর রহমান মিজি, আক্তার বেপারী, মোঃ ওয়াদুদ মিয়াজী, গোলাম মোঃ মিয়াজী, মাহমুদা খানম, এমদাদ হোসেন প্রমুখ।