প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের উপজেলা ও পৌর নয়া কমিটি ঘোষণা করা হয়েছে। ২৬ আগস্ট শনিবার সম্মেলনের দিন রাতে উপজেলা ও পৌর যুবদলের নূতন কমিটির নাম ঘোষণা করে চাঁদপুর জেলা যুবদল। ২৬ আগস্ট চাঁদপুর জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক ইউসুফ মিয়াজী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডঃ নূরুল আমিন খান আকাশের নির্দেশনায় ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে উপজেলা ও পৌর যুবদলের নয়া আংশিক কমিটি অনুমোদন দিয়েছেন। ঘোষিত কমিটিতে আমজাদ হোসেন শিপনকে সভাপতি ও জাহাঙ্গীর আলম নান্টুকে সাধারণ সম্পাদক করে উপজেলা যুবদল এবং পৌর যুবদলে ইমাম হোসেনকে সভাপতি ও আমিন মিজিকে সাধারণ সম্পাদক করা হয়। একই সাথে উভয় কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে অনুমোদনের জন্য জমা দিতে বলা হয়।
এ ব্যাপারে নবগঠিত উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডঃ নূরুল আমিন আকাশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি জেলা ও উপজেলা পর্যায়ের সকল নেতা-কর্মীকে ধন্যবাদ জানিয়ে বলেন, উপজেলা ও পৌর যুবদলের নূতন কমিটি সরকারের বিরুদ্ধে একদফার আন্দোলনকে আরো বেগবান করবে। আমরা দ্রুত জেলা কমিটির নির্দেশনা মোতাবেক পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন করে জমা দিবো।