মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০০:০০

চাঁদপুর পৌরসভার সাবেক হিসাবরক্ষক মোঃ জাহাঙ্গীর সরদারের ইন্তেকাল
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর পৌরসভার সাবেক হিসাবরক্ষক মোঃ জাহাঙ্গীর সরদার (৮৫) আর বেঁচে নেই। তিনি ২৫ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ৬টায় তরপুরচণ্ডী সরদার বাড়িতে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজেউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনী রেখে গেছেন। ওই দিন বাদ জুমা সরদার বাড়ি বাইতুল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমের ছোট ভাই পীর মহসীন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক মাওঃ মোঃ আবুল বাশার। জানাজার পূর্বে জেলা প্রশাসকের পক্ষে বক্তব্য রাখেন কাজী মোঃ মেশকাতুল ইসলাম, চাঁদপুর পৌরসভার হিসাবরক্ষক আবুল হাশেম ও পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ মফিজ উদ্দিন হাওলাদার, বাইতুল্লাহ জামে মসজিদের খতিব মাওঃ মোঃ নাজিরুল ইসলাম, মরহুমের বড় ছেলে পল্লী চিকিৎসক মোঃ শাহজাহান সরদার ও ছোট ছেলে জেলা প্রশাসকের সহকারী নাজির (সার্কিট হাউজ) মোঃ আলমগীর সরদার প্রমুখ।

মোঃ জাহাঙ্গীর সরদারের জানাজায় বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। জানাজা শেষে মসজিদের সামনে পারিবারিক কবরস্থানে দাফন করা।

উল্লেখ্য, মোঃ জাহাঙ্গীর সরদার ২০০৩ সালে চাঁদপুর পৌরসভার হিসাবরক্ষকের দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়