প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০০:০০
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজে ১৫ জুন বৃহস্পতিবার বেলা ১২টায় কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সভাকক্ষে চাঁদপুর সরকারি কলেজ ল্যাংগুয়েজ ক্লাব (সিসিএলসি)-এর সদস্যবৃন্দ কর্তৃক উপদেষ্টা পরিষদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ সিসিএলসি-এর সদস্যবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘চাঁদপুর সরকারি কলেজ ল্যাংগুয়েজ ক্লাব যে উদ্দেশ্যে এর কার্যক্রম শুরু করলো সে উদ্দেশ্য তোমরা বাস্তবায়ন করবে। এই অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে এই ল্যাংগুয়েজ ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমার দৃঢ় বিশ্বাস রয়েছে, যাদের হাতে সিসিএলসি-এর দায়িত্ব দেয়া হলো তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে এবং উপদেষ্টা পরিষদ তোমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে।
সিসিএলসি-এর সভাপতি হিসাববিজ্ঞান বিভাগের লিও ইমরান খান, সহ-সভাপতি রসায়ন বিভাগের মোঃ আল আমিন ও হিসাববিজ্ঞান বিভাগের শাহবুদ্দিন নিশু, সাধারণ সম্পাদক ইংরেজি বিভাগের শাকিল মজুমদার ও সাংগঠনিক সম্পাদক ইংরেজি বিভাগের তানিয়া ইসলামসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যগণ উপদেষ্টাবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান। সিসিএলসি উপদেষ্টা প্যানেলে আছেন কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সামছুর রহমান, প্রফেসর মোঃ রফিক উল্লাহ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ আলী আজগর ফকির, শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান, ইতিহাস বিভাগের প্রভাষক সুমন মজুমদার এবং ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ ইমরান হাসান।