বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ৩১ মে ২০২৩, ০০:০০

রামপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জন্যে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ গঠন
অনলাইন ডেস্ক

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরো তৃণমূল পর্যায়ে বিস্তৃত করা এবং সেবাগ্রহীতাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সেবাখাতের সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন : টুওয়ার্ডস্ ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলি (প্যাকটা) প্রকল্পের আওতায় স্থানীয় জনগোষ্ঠীকে দুর্নীতিবিরোধী আন্দোলনে সম্পৃক্ত করে সেবা গ্রহণের অভিজ্ঞতার আলোকে তৃণমূল পর্যায়ের সেবাদানকারী নির্বাচিত প্রতিষ্ঠানসমূহে স্বচ্ছতাণ্ডজবাবদিহিতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে রামপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে গতকাল ৩০ মে ২০২৩ অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠন করা হয়।

রামপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জন্যে ১৩ সদস্য বিশিষ্ট অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-এর আনুষ্ঠানিক ঘোষণা দেন সনাকের সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মোঃ রুবেল নুরুল্লাহকে সমন্বয়কারী এবং রেহেনা বেগম ও মোঃ মহসিন মিজিকে সহ-সমন্বয়কারী হিসেবে নির্বাচিত করা হয়। গ্রুপের অন্য সদস্যরা হলেন : আরাফাত তালুকদার, মোসাম্মৎ লাকী বেগম, মোঃ রাসেল বেপারী, শাহিনা আক্তার, হেলেনা আক্তার, মোঃ মহসিন মিজি, মোঃ জাকির খাঁ, মোঃ মামুন মিজি, মোসাঃ রাবেয়া বসরী, মোঃ নুর নবী ও পারুল বেগম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী। অন্যান্যের মধ্যে ছিলেন সনাকের সাবেক সভাপতি ও সদস্য কাজী শাহাদাত, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ রাকিবুল হাসান, ইউপি সদস্য মোঃ সাকিবুল হাসান, ইউনিয়ন পরিষদের অন্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানাসহ ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়