প্রকাশ : ৩১ মে ২০২৩, ০০:০০
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরো তৃণমূল পর্যায়ে বিস্তৃত করা এবং সেবাগ্রহীতাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সেবাখাতের সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন : টুওয়ার্ডস্ ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলি (প্যাকটা) প্রকল্পের আওতায় স্থানীয় জনগোষ্ঠীকে দুর্নীতিবিরোধী আন্দোলনে সম্পৃক্ত করে সেবা গ্রহণের অভিজ্ঞতার আলোকে তৃণমূল পর্যায়ের সেবাদানকারী নির্বাচিত প্রতিষ্ঠানসমূহে স্বচ্ছতাণ্ডজবাবদিহিতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে রামপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে গতকাল ৩০ মে ২০২৩ অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠন করা হয়।
রামপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জন্যে ১৩ সদস্য বিশিষ্ট অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-এর আনুষ্ঠানিক ঘোষণা দেন সনাকের সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মোঃ রুবেল নুরুল্লাহকে সমন্বয়কারী এবং রেহেনা বেগম ও মোঃ মহসিন মিজিকে সহ-সমন্বয়কারী হিসেবে নির্বাচিত করা হয়। গ্রুপের অন্য সদস্যরা হলেন : আরাফাত তালুকদার, মোসাম্মৎ লাকী বেগম, মোঃ রাসেল বেপারী, শাহিনা আক্তার, হেলেনা আক্তার, মোঃ মহসিন মিজি, মোঃ জাকির খাঁ, মোঃ মামুন মিজি, মোসাঃ রাবেয়া বসরী, মোঃ নুর নবী ও পারুল বেগম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী। অন্যান্যের মধ্যে ছিলেন সনাকের সাবেক সভাপতি ও সদস্য কাজী শাহাদাত, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ রাকিবুল হাসান, ইউপি সদস্য মোঃ সাকিবুল হাসান, ইউনিয়ন পরিষদের অন্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানাসহ ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ।