প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
চাঁদপুর শহরের পুরাণবাজার লাইসিয়াম কিন্ডারগার্টেনের আয়োজনে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর ১৭তম মৃত্যুবার্ষিকী এবং পুরাণবাজার লাইসিয়াম কিন্ডারগার্টেনের সাবেক আহ্বায়ক ফয়সাল হায়দার চৌধুরীর মৃত্যুতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদে বিদ্যালয়ের বর্তমান সভাপতি বাহালুল হায়দার চৌধুরী এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ব্যাংকার আতিকুর রহমান ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
এ সময় তাঁরা বলেন, এলাকার শিক্ষার উন্নয়নে এই স্কুলটি গড়ে তোলার ক্ষেত্রে মরহুম মিজানুর রহমান চৌধুরী ও ফয়সাল হায়দার চৌধুরীর অবদান রয়েছে। লাইসিয়াম কিন্ডারগার্টেন যতোদিন থাকবে তাঁদের নামও ততদিন থাকবে। আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি। আল্লাহ পাক তাঁদের বেহেস্তে নসিব করুন আমিন।
দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন মরহুম ফয়সাল হায়দার চৌধুরীর ছোট ভাই ব্যবসায়ী বাহার হায়দার চৌধুরী, পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বিপ্লব, পুলিশের সাবেক এসআই ও ব্যবসায়ী রাশেদ চৌধুরী ও পাশা বেপারী।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ শিবানী বসু, সহকারী শিক্ষিকা যমুনা দাস, প্রিয়াংকা রাণী, পলাশী দাস, প্রীতি রায়, ফাতেমা আক্তার, রোজিনা আক্তার, সুমি আক্তার, সাদ্দাম হোসেন প্রমুখ। দোয়া ও মিলাদ পরিচালনা করেন সোলাইমান হুজুর।
সভা পরিচালনা করেন লাইসিয়াম কিন্ডারগার্টেনের পরিচালক আতিকুর রহমানের ছোট ভাই মোঃ ফজলুর রহমান রুবেল। দোয়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এবং তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।