শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

চরমেয়াশা গ্রামে জুয়ার আসর জমজমাট
সোহাঈদ খান জিয়া ॥

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চরমেয়াশা গ্রামে জুয়ার আসর জমজমাট আকার ধারণ করেছে। প্রতিদিন বিকেল হতে গভীর রাত পর্যন্ত এ জুয়ার আসর চলে। চরমেয়াশা গ্রামে বসবাসকারী মিজান পাটোয়ারীর নেতৃত্বে এ জুয়ার আসর বসে বলে জানা যায়। চরমেয়াশা গ্রামে হিন্দু সম্প্রদায়ের লোকজন বসবাস করায় তারা ভয়ে মুখ খুলে কথা বলতে সাহস পায় না। এ জুয়ার আসরে প্রতিদিন লাখ লাখ টাকার খেলা হয়ে থাকে। নদীবেষ্টিত চরমেয়াশা গ্রামটি নিরাপদ বিধায় বিভিন্ন স্থান থেকে পেশাদার জুয়াড়িরা জুয়া খেলতে আসে। আর এ জুয়া খেলে এলাকার নিরীহ মানুষ নিঃস্ব হয়ে পড়ছে।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ক’ব্যক্তি জানান, প্রতিদিন এ গ্রামের পূর্ব পাশে নদীর পাড়ে জুয়ার আসর বসে। এরা প্রভাবশালী হওয়ায় আমরা ভয়ে কথা বলতে সাহস পাই না। এরা আমাদের ওপর হামলা করতে পারে। এ ব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়