প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চরমেয়াশা গ্রামে জুয়ার আসর জমজমাট আকার ধারণ করেছে। প্রতিদিন বিকেল হতে গভীর রাত পর্যন্ত এ জুয়ার আসর চলে। চরমেয়াশা গ্রামে বসবাসকারী মিজান পাটোয়ারীর নেতৃত্বে এ জুয়ার আসর বসে বলে জানা যায়। চরমেয়াশা গ্রামে হিন্দু সম্প্রদায়ের লোকজন বসবাস করায় তারা ভয়ে মুখ খুলে কথা বলতে সাহস পায় না। এ জুয়ার আসরে প্রতিদিন লাখ লাখ টাকার খেলা হয়ে থাকে। নদীবেষ্টিত চরমেয়াশা গ্রামটি নিরাপদ বিধায় বিভিন্ন স্থান থেকে পেশাদার জুয়াড়িরা জুয়া খেলতে আসে। আর এ জুয়া খেলে এলাকার নিরীহ মানুষ নিঃস্ব হয়ে পড়ছে।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ক’ব্যক্তি জানান, প্রতিদিন এ গ্রামের পূর্ব পাশে নদীর পাড়ে জুয়ার আসর বসে। এরা প্রভাবশালী হওয়ায় আমরা ভয়ে কথা বলতে সাহস পাই না। এরা আমাদের ওপর হামলা করতে পারে। এ ব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।