প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২, ০০:০০
নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করলো ফরিদগঞ্জের সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা ও সামাজিক সংগঠন প্রজ্জ্বলনের শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধিরা।
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে সংগঠনের অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম রাসেলের নেতৃত্বে ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে র্যালি নিয়ে প্রজ্জ্বলনের শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধির একটি দল উপজেলার কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু করে তাদের বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা। স্মৃতি স্তম্ভের সম্মুখে দাঁড়িয়ে যথাযথ নিয়মে পুষ্পস্তবক অর্পণ করে শিক্ষার্থীরা। পরে সকাল ৮টায় প্রজ্জ্বলনের সাধারণ সম্পাদক শামীম হাসানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত কুচকাওয়াজে অংশ নেয় প্রজ্জ্বলনের শিক্ষার্থীরা। কুচকাওয়াজ শেষে প্রতিষ্ঠাতা ও সভাপতি খাদিজা তাসনীমের পরিচালনায় মাঠ ডিসপ্লেতে মুক্তিযুদ্ধভিত্তিক অভিনয় করে উন্মুক্ত বিভাগে প্রথম স্থান অর্জন করে সংগঠনটি।
এছাড়া বিজয় দিবসের দৌড় প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে মেয়েদের ১০০ মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অর্জন করে প্রজ্জ্বলনের শিক্ষার্থী রাইসা, ছেলেদের ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করে প্রজ্জ্বলনের আরেক শিক্ষার্থী নীরব এবং উন্মুক্ত বিভাগের দৌড়ে দ্বিতীয় স্থান অর্জন করেন প্রজ্জ্বলনের শিক্ষক প্রতিনিধি জাহিদুল ইসলাম রাসেল।
পুষ্পস্তবক অর্পণ ও কুচকাওয়াজ এবং ডিসপ্লেতে উপস্থিত ছিলেন প্রজ্জ্বলনের নির্বাহী কমিটির সহ-সভাপতি তৌহিদুর রহমান রণি, ক্রীড়া সম্পাদক তাহসীন মিলন, সাংগঠনিক সম্পাদক আহম্মেদ সাকিব, দপ্তর সম্পাদক মাহবুব হোসেন, সদস্য সালমান রাফি, আল-আমীন হোসেন, ফিরোজা আক্তার হাওয়া, রেদোয়ান, খলিলুর রহমান সহ অন্যরা।