সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২২, ০০:০০

রূপসায় বসতঘরে দুর্ধর্ষ চুরি
এমরান হোসেন লিটন ॥

ফরিদগঞ্জের রূপসায় বসতঘরের দরজা ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে রূপসা গাজী বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোরের দল মোটরসাইকেল, নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাহাদাত হোসেন রুবেল গাজী।

জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রূপসা গাজী বাড়ির সাবেক মেম্বার মৃত মিজানুর রহমান গাজীর ছেলে শাহাদাত হোসেন রুবেল গাজীর বসতঘরের দরজা ভেঙ্গে চোরের দল ঘরে প্রবেশ করে এবং তার ব্যবহৃত ডিসকভার মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও কোম্পানীর কালেকশনের নগদ ১ লাখ ২০ হাজার টাকাসহ আলমারিতে থাকা মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

ভুক্তভোগী শাহাদাত হোসেন রুবেল সাংবাদিকদের জানান, আমি আবুল খায়ের গ্রুপের মার্কেটিংয়ে কর্মরত আছি। আমি প্রতিদিনের ন্যায় মার্কেট থেকে টাকা এনে ঘরের আলমারির ড্রয়ারে রাখি। খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি ঘরের দরজা খোলা। ঘরের সকল জিনিসপত্র এলোমেলো। মোটরসাইকেল, মোবাইল ও নগদ টাকা নাই। এ ঘটনায় আমি ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করি।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, এ ঘটনায় আমরা লিখিত অভিযোগ পেয়েছি এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়