বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুরে এসএসসি ’৯৭ ও এইচএসসি ’৯৯-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

‘মানবতার সেবায় আমরা’ শ্লোগানে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এসএসসি ’৯৭ ও এইচএসসি ’৯৯-এর উদ্যোগে অসহায়, দুঃস্থ মানুষজনকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান এবং ওষুধ বিতরণ করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত চাঁদপুর শহরের বড়স্টেশনে ৪ শতাধিক ব্যক্তিকে এ সেবা প্রদান করে সংগঠনটি।

এ সময় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন সংগঠনের সদস্য ঢাকা নর্দান মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ ইউসুফ শিবলী, ঢাকা বেলভিউ হাসপাতালের ডাঃ নূর-এ-আলম, আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ডাঃ মোঃ মহিউদ্দিন।

ফ্রি চিকিৎসা সেবা প্রদান এবং ওষুধ বিতরণের সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সদস্য সরোয়ার আলম খান, মশিউর রহমান মানিক, ডাঃ তানভির আহমেদ আরিফ, আবুল বারাকাত লিজন পাটওয়ারী, শুভাশীষ ঘোষ শ্রী গুরু, মোঃ ইলিয়াছ খান নিজেল, জাফর আহমেদ দেওয়ান, ফারহানা ইভা, সুবর্ণা পোদ্দার, মুন্নি আক্তার, ইকবাল হোসেন, জাফর আহমেদ শিপন, সৈয়দ মোঃ ওমর ফারুক, নেয়ামুল হাসান প্রমুখ। সেবামূলক এ প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় ছিলো চাঁদপুরের এসএসসি ’৯৭ ব্যাচ এবং এইচএসসি ’৯৯ ব্যাচের সদসবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়