প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
![নৌপুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ২](/assets/news_photos/2022/09/16/image-23405.jpg)
চাঁদপুর লঞ্চঘাট পন্টুন থেকে ৮ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে চাঁদপুর নৌ থানার পুলিশ। আটক যুবকদের মাদক বহনের অভিযোগে নিয়মিত মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে দশটায় গোপন সংবাদের ভিত্তিতে নৌপুলিশ চাঁদপুর লঞ্চঘাট পন্টুনে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করে। আটককৃতরা হলো : ফেনী জেলার রাধানগর ইউনিয়নের দক্ষিণ আন্ধা মানিক গ্রামের হাফেজ ভূঁইয়া বাড়ির আনিছুল হকের ছেলে নূরেনবী (১৭) ও পটুয়াখালী জেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের বেপারী বাড়ির সুলতান গাজীর ছেলে এমরান হোসেন (২৪)। আটককৃতরা জানান, ১০ হাজার টাকার বিনিময়ে ফেনী থেকে গাঁজাগুলো বরিশাল পৌঁছে দেয়ার জন্যে একজন দিয়ে যান। চাঁদপুর নৌথানা পুলিশের পরিদর্শক মোঃ কামরুজ্জামানের নির্দেশে এসআই মজিবুর রহমান ও এএসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।